728x280

বিশ্বের সবচেয়ে বড় 5 টি মসজিদ । World 5 Most Beautiful Mosques .

বিশ্বের সবচেয়ে বড় 5 টি মসজিদ

                          বিশ্বের সবচেয়ে বড় 5 টি মসজিদ


এই সুবিশাল পৃথিবীর বুকে অনেক বড় বড় স্থাপত্যের সৃষ্টি হয়েছে , আর এইসব স্থাপত্য থেকেই আজকে আবার আপনাদের সামনে তুলে ধরেছি এই প্রতিবেদনের মাধ্যমে পৃথিবীর পাঁচটি বড় স্থাপত্য মসজিদের নাম এবং স্থান  এর বিবারন l
 পৃথিবীর প্রথম স্থানে থাকা মসজিদটি হল :-
 এক নম্বরে মসজিদুল হারাম :
বিশ্বের সবচেয়ে বড় মসজিদ মসজিদুল হারাম , সৌদি আরবের মক্কা নগরে অবস্থিত কাবা শরীফ কে ঘিরে এই মসজিদ এর অবস্থান  , এই মসজিদে একসাথে 19 লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারে ।  কিন্তু হজ্জের সময় এই সংখ্যা বেড়ে 40 লাখ পর্যন্ত রেকর্ড গড়েছে
 88.2 একর জমির ওপর এই মসজিদটির অবস্থান  , এটি হলো পৃথিবীর প্রথম স্থানে থাকা মসজিদ যার নাম মসজিদুল হারাম  
2. মসজিদে নবমি
মসজিদে নববী হযরত মুহাম্মদ (সাঃ) এর হাতে নির্মাণ হয় এই মসজিদ সৌদি আরবের মদিনা শহরে অবস্থিত এই মসজিদটি এই মসজিদে মোট দশটি মিনার রয়েছে তার মধ্যে সর্বোচ্চ মিনার রয়েছে তার উচ্চতা 105 m এই মসজিদে একসাথে 10 লক্ষ মুসল্লি নামাজ আদায় করার রেকর্ড হয়েছে এটি হলো পৃথিবীর দ্বিতীয় স্থানে থাকা মসজিদ

3.  হারামের ইমাম রেজা মসজিদ
 শিয়া সম্প্রদায়ের 12 জন ইমামের মধ্যে 8 নম্বর ইমাম ছিলেন ইমাম রেজা , তিনি 818 খ্রিস্টাব্দে এই মসজিদের নির্মাণ করেছিলেন, এই মসজিদটিই ইরানের খোরসান প্রদেশে অবস্থিত 3 লক্ষ 30 হাজার 578 বর্গমিটার জমির ওপরে এই মসজিদটি কে নির্মাণ করা হয়েছে ।
 এই মসজিদের সবচেয়ে বড় মিনারের উচ্চতা 41 মিটার পর্যন্ত উঁচু স্থানে থাকা মসজি ।
4. ইস্তিকলাল মসজিদ
 বিশ্বের জনসংখ্যাই বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া , ইন্দোনেশিয়ার জাকার্তায় অবস্থিত এই ইস্তিকলাল মসজিদ ।
 এই মসজিদটি ইন্দোনেশিয়ার জাতীয় মসজিদ স্বাধীনতা স্মৃতিসরুপ নির্মাণ করা হয়েছিল এই মসজিদটি 1978 সালের পর থেকে সর্বসাধারণের জন্য এই মসজিদটি খোলা হয়েছে এই মসজিদটিতে একসঙ্গে 1 লক্ষ 20 হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন ।

 5. মসজিদুল হাসান আলবানী

 মরক্কোর সবথেকে বড় শহর কাসাবা  আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত এই মসজিদটি, এই মসজিদটি হাসান মসজিদ নামে বহুল পরিচিত 40 প্রায় হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে এই মসজিদটিতে ।No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.