728x280

তাজমহল এর ছোট্ট ইতিহাস !! Taj Mahal's history !!

তাজমহল
 ভারতের আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি যেটি তাজমহল নামেই অধিক পরিচিত, 1632 খ্রিস্টাব্দেই মুঘল সম্রাট শাজাহান তার স্ত্রী মমতাজ বেগমের নামে এই স্মৃতিসৌধটি নির্মাণ করেছিলেন , 1653 খ্রিস্টাব্দে এই স্মৃতিসৌধটির কাজ শেষ করা হয়েছিল , এই তাজমহল বর্তমান বিশ্বের সপ্তম আশ্চর্য তম স্থান ।

                                                                                তাজমহল

 শ্বাশত ভালবাসার অনন্য নিদর্শন- তাজমহল।
এই তাজমহলটি তৈরি করা হয়েছিল বিভিন্ন ঐতিহ্যবাহী নকশার ওপরই বিশেষ করে পারস্য ও মুঘল স্থাপত্যের অনুসারে নির্দিষ্ট কিছু নকশা মেনেই এই তাজমহল কে তৈরি করা
 1631 খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহান এর মুঘল আমলের সমৃদ্ধশালী সম্রাট ছিলেন তার স্ত্রী মমতাজ এর মৃত্যুতে তিনি প্রচন্ড শ‌োকাহত হয়ে পড়েছেন । সেই সময়ে মমতাজ তাদের চতুর্থ কন্যার জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেছিলেন
 বেগম মমতাজের মৃত্যুর পর খুব শীঘ্রই এই তাজমহল এর কাজ শুরু করা হয়েছিল আর এই তাজমহল এর মূল সমাধিটি সম্পূর্ণ করা হয়েছিল 1648 খ্রিস্টাব্দে ।
 এবং চারিদিকে ইমারত এবং বাগান আরও পাঁচ বছর পর তৈরি করা হয় ।
 তাজমহলের সামনের অংশেই এই বাগানটি অবস্থিত এর আয়তন 300 X  300 মিটার পর্যন্ত এটি চারবাগ নামে অধিক পরিচিত ।
তাজমহল এর চত্বরটির তিনদিক পাথরের দেয়াল দিয়ে ঘেরা রয়েছে আর নদীর দিকের অংশে কোন দেওয়াল নেই
 এই দেয়ালের বাইরের অংশে রয়েছে সম্রাট শাহজাহানের অন্যান্য স্ত্রীর সমাধি এবং মমতাজের - পরিচালকদের সমাধি
 তাজমহলটি মূলত সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি করা হয়েছে
 সমাধির ওপরে মার্বেল পাথরের গম্বুজ এই তাজমহল টির আকর্ষণ আরও বাড়িয়ে তুলেছে
 তৎকালীন সময়ে এই তাজমহল তৈরি করতে খরচ হয়েছিল কত তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয় কিন্তু অনুমান করা হয়েছে তৎকালীন সময়ে তাজমহল তৈরি করতে প্রায় 32 মিলিয়ন রুপি খরচ হয়েছিল ।

No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.