728x280

বিরাট ও বিরুষ্কার পরে কি এবার রণবীর সিংহ আর দীপিকা পাডুকোনের পালা ?

বিরাট ও বিরুষ্কার পরে কি এবার রণবীর সিংহ আর দীপিকা পাডুকোনের পালা ? সকল দর্শকের মনে এখন একটাই প্রশ্ন। গত ৫ জানুয়ারি শুক্রবার ৩২ বছর পূর্ণ হয়েছে দীপিকা পাডুকোনের।বলিউড পাড়ার গুঞ্জনে শোনা যাচ্ছিল জন্মদিনে উপলক্ষে মলদ্বীপে বেড়াতে গিয়ে এনগেজমেন্ট সেরে ফেলেছেন রণবীর ও দীপিকা। 

 শুধু তাই নয়, এই জুটির সঙ্গে ছিলেন নাকি দুজনের পরিবার । তবে কিছু ভক্তের দাবি, সবটাই গুজব। কিন্তু ভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী যানা যায় , রণবীরের মা-বাবা দীপিকাকে উপহারে ভরিয়ে দিয়েছেন। 
খবর সূত্র অনুযায়ী, রণবীরের মা-বাবা দীপিকাকে ডিজাইন করা একটি শাড়ি এবং একটি হিরের গয়নার সেট উপহার দিয়েছেন। আর তাতে নাকি বেজায় খুশি হয়েছেন এই সুন্দরী নায়িকা। 
কিন্তু অনেকের মনে প্রশ্ন জেগেছে, তাহলে কি  জন্মদিন উপলক্ষে দীপিকাকে আশীর্বাদী শাড়ি ও গয়না উপহার দিল রণবীরের পরিবার ? 
সংবাদ প্রতিবেদনটি থেকে আর জানা গিয়েছে, কিছুদিন আগে দীপিকার বাবা প্রকাশ পাডুকোন দীপবীরের সম্পর্ক নিয়ে কোনও রকম আপত্তি  করেননি। রণবীর সিংহ এক সাক্ষাৎকারে দীপিকাকে ম্যারেজ মেটিরিয়ালবলেন। তার উত্তরে দীপিকার বাবা প্রকাশ পাডুকোন বলেন, ‘‘বাবা হিসেবে, আমি দীপিকাকে ওর নিজের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছি। এই ব্যাপারে ও যেটা ভাল বোঝে, সেটাই করবে।’’ 

অন্যদিকে এই দীপিকাকে রণবীরের মা-বাবার বেশ পছন্দ । তাই এখন শুধু অপেক্ষা চার হাত এক হওয়ার। 

সূত্র- এবেলা

No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.